শ্রীলঙ্কা পুগোদা শহরে আবারও বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। 

স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন,  ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে পুলিশ।

গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে সিরিজ বোমা হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গোটা দেশজুড়ে। তার মধ্যেই এ ধরনের বিস্ফোরণ আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

এর আগে গত বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য: গত রবিবার এর আগে গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে ভয়াবহ সিরিজ হামলার ঘটনা ঘটে।

এতে ৩৫ বিদেশ ও ৪৫ শিশুসহ নিহত হন ৩৬৯ জন। আহত হন প্রায় পাঁচ শতাধিক।

হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.