শেষ সুযোগ লিওনেল মেসির

 

বিটিসি নিউজ ডেস্ক: জাতীয় দলের হয়ে এখনও কিছুই জিততে পারেননি ক্লাব ফুটবলে  সাফল্য পাওয়া লিওনেল মেসি।  অপূর্ণতা ঘোঁচাতে এবার তিনি মরিয়া হয়ে খেলবেন এমনটিই মনে করেন রিভালদো।

আগামী ২৪ জুন ৩১ বছরে পড়বেন মেসি। এটাই তার বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ বলে মত দেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো। ক্লাব ফুটবলে অনেক শিরোপাই জিতেছেন মেসি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে জিতেছেন সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর। শেষ নয় মৌসুমের প্রতিটিতে ৪০টির বেশি করে গোল করেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে ৩২টি শিরোপা। কিন্তু দেশের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণ ছাড়া আর কিছুই জিততে পারেননি এই ফরোয়ার্ড।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালসহ টানা তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা।

তাই রিভালদো বলেছেন  ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.