শুভাগতর জোড়া সেঞ্চুরি, বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

বিটিসি স্পোর্টস ডেস্ক: শুভাগত হোম চৌধুরীর জোড়া সেঞ্চুরির সুবাদে বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতল মধ্যাঞ্চল।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের শেষ দিন আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মধ্যাঞ্চল। এ নিয়ে তিনবার বিসিএলে শিরোপা জিতল দলটি। 
দ্বিতীয় ইনিংসে ২১৮ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন ১৯২ রান প্রয়োজন ছিল মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নামা দলটি লক্ষ্যে পৌঁছে যায় দিনের দ্বিতীয় সেশনেই।
অনবদ্য ব্যাটিং করে ১২১ বলে ২ ছক্কা অঅর ১৩ চারের সাহায্যে ১১৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভাগত হোম। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের এই অধিনায়ক খেলেন ১১৬ রানের ইনিংস।
জোড়া সেঞ্চুরি করা শুভাগত জেতেন ম্যাচ সেরার পুরস্কার। একটি করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা মিঠুন এবং তিনটি শতক হাঁকানো জাকির হাসান পান টুর্নামেন্ট সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৮৭ এবং ২য় ইনিংস: ২৬৮।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৩৮ এবং ২য় ইনিংস: ২২১/৬।
ফল: মধ্যাঞ্চল ৪ উইকেটে জয়ী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.