দুই বছর পর দলে ফিরেই চমক দেখালেন উসমান খাজা

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই বছর পর দলে ফিরেই সেঞ্চুরি পেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা। ট্রভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় জাতীয় দলে সুযোগ পান খাজা। আর সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগালেন এই তারকা ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ২৬০ বলে ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৩৭ রানের ইনিংস খেলেন উসমান খাজা। তার এই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। 
দিনের শেষ মুহূর্তে অন্তত ২০ মিনিট সময় ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দুই ওপেনার হাসিব হামিদ ও জ্যাক ক্রলির দৃঢ়তায় বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।
১১ বছর আগে এই সিডনিতেই টেস্ট অভিষেক হয়েছিল উসমান খাজার। ঘরের মাঠে পরিবারের সামনে নবম টেস্ট শতক তুলে নিলেন তিনি। সিডনিতে এটি খাজার দ্বিতীয় টেস্ট শতক। এর আগে ২০১৮ সালে অ্যাশেজ সিরিজে সেঞ্চুরি করেন খাজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.