শি জিন পিংয়’র সাথে বাইডেন’র ফোনালাপ

(শি জিন পিংয়’র সাথে বাইডেন’র ফোনালাপ)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ২০ জানুয়ারী ক্ষমতা গ্রহণের পর গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) প্রথম চীনা নেতা শি জিন পিংয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে বাইডেন হংকং ও জিনঝিয়াংএ মানবাধিকার নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চন্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে বাইডেন চীনা জনগণকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।
এছাড়া বাইডেন বেইজিংয়ের অন্যায্য অর্থনৈতিক কর্মকান্ড, হংকংয়ে অভিযান, জিঝিয়াংয়ে মানবাধিকার লংঘন এবং তাইওয়ানসহ এ অঞ্চলে চীনের আগ্রাসী কর্মকান্ড নিয়েও তার উদ্বেগ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.