শিশুর গলায় আটকে থাকা কৌটো বের করা হল

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল সকাল ১০ নাগাদ কলকাতার পিজি হাসপাতালে রীতেশ বাগদী নামে আট মাসের শিশুর গলা থেকে ল্যারিঙ্গস্কোপি করে বার করা হলো কাজলের কৌটো।
স্থানীয় সূত্র অনুযায়ী গতকাল রীতেশ বাগদী নামে এক শিশুর খেলার ছলে কাজলের কৌটো গলায় আটকে যায়।
শিশুটিকে প্রথমে তার বাড়ির লোকজন এন আর এস হাসপাতালে নিয়ে যায়। সেখানে অনেক সময় অতিবাহিত হওয়ার পর কোনও চিকিৎসার সুরাহা না হওয়ায় পিজি হাসপাতালে নিয়ে আসা হয়।
সেই মুহূর্তে শিশুটির অক্সিজেন মাপা যাচ্ছিল না। অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থাতেই ডিউটিরত চিকিৎসক সৌমিত্র কুমার নিজেই শিশুটিকে কোলে করে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ল্যারিঙ্গস্কোপি করে ফরসেপ দিয়ে রীতেশের গলা থেকে কাজলের কৌটটি উদ্ধার করে।
পরে শিশুটিকে স্পেশাল অবজার্ভেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানান হয়েছে।
পাশাপাশি প্রশ্ন উঠছে কেন এন আর এস হাসপাতাল শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করল না?
এব্যাপারে প্রতিক্রিয়া জানতে রাজ্যের স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিস ভট্টাচার্যকে ফোন করলে তিনি ফোন ধরেন নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.