রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকেপড়া ২৮ নাবিক : পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়া পৌঁছেছেন। শিগগিরই তারা দেশে ফিরবেন।
এ ছাড়াও ইউক্রেনে আটকেপড়া পাঁচ বাংলাদেশীর বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখছি। তাদের বিষয়ে তথ্য সংগ্রহেরও চেষ্টা করছি আমরা।’
আজ শনিবার (০৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেনে পাঁচ বাংলাদেশীকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশীদের তথ্য আমরা জানতে চেষ্টা করছি। তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেওয়া জন্য আমরা কাজ করছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।’
ড. মোমেন বলেন, ‘ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশীদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.