শিবগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছ। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. বরমান হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. বজলার রশিদ সোনু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বরুণ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপারভাইজান আব্দুল মান্নান, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ব্রাইরিন ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (অব.) মোঃ আসাদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সহকারি কৃষি অফিসার মো. সুলতান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. রহিমা রহমান, ছত্রাজিতপুর ইউপি চেয়ারমান শামসুল হকসহ মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে মহান বিজয় দিবসের দিন সূর্যোদায়ের সাথে সাথে সরকারি-বে-সরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, উপজেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ-প্যারেড প্রদর্শন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা এবং মহান বিজয় দিবসের আলোচনার সিন্ধান্ত গ্রহণ করা হয়।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.