শিবগঞ্জে আলোকিত সীমান্ত প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন

বিশেষ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকার হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে কাজ শুরু করেছে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সোনামসজিদ এলাকায় ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে অটো ভ্যান প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৯ আগস্ট)  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যের পরিবর্তে প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ।
এছাড়াও সীমান্ত এলাকায় গরীব দুস্থদের ধারাবাহিকভাবে স্বাবলম্বী করার লক্ষে ৫৯ ব্যাটালিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত যাকাতের অর্থ দিয়ে ২ টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন ও অপর ২ টি পরিবারকে ২ টি করে ছাগল প্রদান করা হয়। পরে সোনামসজিদ এলাকায় সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানাসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.