শহরে রবীন্দ্র সরোবর নিয়ে হতে চলেছে আন্তর্জাতিক কর্মশালা

কলকাতা (ভারত) প্রতিনিধি: রবীন্দ্র সরোবর নিয়ে আগামী ৭ই মে কলকাতার নজরুল মঞ্চে দু-দিনের আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করবেন কলকাতার মহানাগরিক তথা কে ডি এম-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত দু-ধাপে চলবে।
এই প্রথম শহরে কোনও সরোবর নিয়ে আন্তর্জাতিকমানের কর্মশালা হতে চলেছে।
সূত্রের খবর,কর্মশালায় কানাডা, আমেরিকা সহ একাধিক দেশের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।
আমাদের দেশের কলকাতা যাদবপুর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।উপস্থিত থাকবেন বিভিন্ন শাখাসংগঠনের পরিবেশ ও বাস্তুতন্ত্রবিদেরা।
পাশাপাশি রবীন্দ্র সরোবরে নিত্য যাত্রীদের ও প্রাতঃভ্রমণকারিদেরও আমন্ত্রণ জানান হবে।
উদ্দেশ্য কিভাবে এই জাতিয়স্তরের জলাশয়কে প্রদূষণ থেকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.