৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৬০ শিশু-কিশোর

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় আল কোরআন আস্ সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে ৬০ শিশু- কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল এই ট্রাস্ট।
বুধবার উপজেলার বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাস্টের প্রধান উপদেষ্টা লায়ন মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম।
ট্রাস্টের পরিচালক মাহফুজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল আফসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপদেষ্টা হুমায়ূন কবির খোকন, অ্যাডভোকেট খসরু আলম, পরিচালক নুরুল্লাহ, আরিফুর রহমান মজুমদার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.