শহরের কেবল তারের জট খুলতে সময়সীমা বেঁধে দিল কলকাতা পুরসভা

কলকাতা (ভারত) প্রতিনিধি: শহরের কেবল তারের জট খোলা নিয়ে গতকাল এক বৈঠকে বসেছিল পুরসভার মেয়র পারিষদ সহ কেবল অপারেটররা। বৈঠক শেষে মেয়র পারিষদ (আলো)সন্দীপ রঞ্জন বক্সী জানান,প্রতি পনেরো দিনে তিনশ কিমিঃপরিস্কার করতে হবে শহরের কেবল তারের জট।
বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর এই তারের জট যেমন দৃশ্যদূষণ হচ্ছে তারওপর বিপদের ঝুঁকিও ডেকে আনছে। বিশেষত এখন যে কোন সময় কালবৈশাখির ঝড়ে বিপর্যস্ত হতে পারে জনজীবন। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে।
কলকাতার বিদ্যুত ও টেলিফোন দপ্তর ইতিমধ্যেই তাদের সাবধানবাণীর কথা শুনিয়েছে। শহরে যেভাবে কেবল তারের জটগুলো রয়েছে একদিকে যেমন বিদ্যুতের লাইনের হামেশাই শর্টসার্কিট হচ্ছে আবার গ্রাহকদের টেলিফোন লাইন প্রায়শই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অনতিবিলম্বে তারের জট মুক্ত করতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.