যে শহরটিতে সূর্য দেখা যাবে না ৬৫ দিন!!!

বিটিসি নিউজ ডেস্ক: জানালা খুলে নরম রোদ ঘরে না ঢুকে যদি স্যাঁতস্যাঁতে অন্ধকার আবহাওয়া দেখেন, তাহলে মনটা নিশ্চয়ই একটু বিষণ্ণ হয়ে যায়? আর টানা কয়েকদিন এমন হলে তো রীতিমতো বিরক্ত লাগে। তাহলে ভেবে দেখুন তো, ৬৫ দিন সূর্য যদি দেখা না দেয় তাহলে কেমন লাগতে পারে!

এমনই হয়েছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন আলাস্কার উকিয়াগভিক শহরের মানুষদের। কারণ  ৬৫ দিন শহরটিতে সূর্য দেখা যাবে না।

যুক্তরাষ্ট্রের নর্দার্ন আলাস্কার উকিয়াগভিক শহরটির বহুল প্রচলিত নাম ব্যারো। এই শহরের মানুষ অধির আগ্রহ অপেক্ষা করছে আগামী ২৩ জানুয়ারির জন্য। কারণ শহরটিতে সূর্যের দেখা মিলবে এদিন। ততদিন পর্যন্ত শহরে চব্বিশ ঘণ্টাই রাত থাকবে। শহরে শেষবারের মতো সূর্য উঠেছে গত রবিবার।

বিষয়টিকে বলা হয় ‘পোলার নাইট’। ‘পোলার সার্কেল’ এর আওতাভুক্ত স্থানে শীতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্য দেখা দেয় না ‘পোলার নাইট’-এ।

উকিয়াগভিকের ৪৪০০ অধিবাসী অবশ্য ‘পোলার নাইট’ বিষয়টির সাথে অভ্যস্ত। মে মাস থেকে ৮০ রাত দেখবেনা এই শহরবাসী। কারন ৮০ দিন পর্যন্ত সূর্যাস্ত হবে না শহরটিতে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.