রাজধানীর বকশিবাজারে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাকা প্রতিনিধি: গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর বকশিবাজারে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নূরজাহান (২২) নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী মোটরসাইকেলচালক মো. আসিফ সামান্য আহত হন।

পথচারীরা তাঁদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আসিফ জানান, তাঁরা বংশালের মালিটোলা এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে বকশিবাজার রোডের ঢাকা মেডিকেলের নতুন ভবনঘেঁষা সড়কে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই রাস্তার দুই পাশে ছিটকে পড়েন। এক পর্যায়ে ময়লার গাড়িটি তাঁর স্ত্রীর মাথার ওপর দিয়ে চলে যায়। মাথার হেলমেট থাকা সত্ত্বেও হেলমেট ফেটে মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.