শরীয়তপুরে মাইক্রোবাস উল্টে প্রাণ গেল যুবকের

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাইক্রোবাস উল্টে কাউসার মাঝি (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কের মাঝেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউসার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা এলাকার বাসিন্দা।
ডামুড্যা পুলিশ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের ডামুড্যা চরবয়রা এলাকার উদ্দেশে যাচ্ছিল একটি মাইক্রোবাস। ডামুড্যা মাঝেরটেক এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের এক পাশে পানির ভেতর উল্টে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটির ভেতরে থাকা হতাহতদেরকে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া কাউসার ও মুন্নিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত বলে ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বিটিসি নিউজকে বলেন, গভীর রাতে দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। কুয়াশার কারণেই মাইক্রোবাসটি মাঝেরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শরীয়তপুর প্রতিনিধি মো. রেজাউল করিম (রেজা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.