শরণখোলায় ঘূর্ণীঝড় আম্ফানে বেঁড়িবাধ ভেঙ্গে গ্রাম প্লাবিত : ভেসে গেছে ঘের পুকরের মাছ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘূর্ণীঝড় আম্ফানে বেঁড়িবাধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকরের মাছ। ভেঙ্গেছে ঘরবাড়ী। ক্ষতি হয়েছে ভুট্রাসহ রবি ফসলের।

শরণখোলা উপজেলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সাউথখালী ইউনিয়নের তেরাবাকা থেকে গাবতলা পর্যন্ত দুই কিলোমিটার বেঁড়িবাধের ৮ টি জায়গা ভেঙ্গে বগী, গাবতলা ও শরণখোলা গ্রামের তিন শতাধিক বাড়ীঘর প্লাবিত হয়েছে।

বলেশ্বর নদীর জোয়ারের পানিতে বগী ও গাবতলার মানুষ ভাসছে। অনেক বাড়ী ঘরের চুলায় পানি ওঠায় রান্নাবান্না বন্ধ প্রায়। তার ইউনিয়নের শতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে এবং অনেক বাড়ীঘর ভেঙ্গেছে যার হিসাব করা হচ্ছে বলে তিনি জানান। এ ছাড়া উপজেলার অন্যান্য স্থানে বাড়ীঘর গাছপালার ব্যপক ক্ষতির খবর পাওয়া গেছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ঘূর্ণীঝড় আম্ফানে শরণখোলায় বাড়ীঘর গাছপালা,মাছ ফসল সব মিলিয়ে কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে তবে সঠিক হিসাব নিরুপণ করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.