বেলকুচিতে ঈদের নামায মসজিদে আদায়ের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জেলার পুলিশ সুপার হাসিবুল আলম,বিপিএমের নির্দেশেক্রমে বেলকুচি ইমাম সমিতি,ঈদগাহ মাঠ- মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে ঈদের নামায মসজিদে পড়ার জন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে বেলকুচি থানা ক্যাম্পাসের গোল ঘরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নুরে আলমের সঞ্চালনায়, সরকারের নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে পবিত্র ঈদ-উল-ফিতরের নামায মসজিদে আদায় করার লক্ষ্যে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং মাঠ কমিনিটির পক্ষে একে এম ইউসুফজী খাঁন, সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ও মসজিদ কমিনিটির পক্ষে ফজলুল হক সরকার, ইমাম সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাবিবুল আলম।

এমসয় বক্তারা বলেন করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশনা পালনের জন্য সর্বস্তরের জনসাধারণর প্রতি আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.