লিবীয় উপকূলে জাহাজ থেকে ১০ অভিবাসী’র লাশ উদ্ধার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি জাহাজ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দমবন্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দ্য ডক্টর্স উইদাউট বডার্স গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) এ কথা জানিয়েছে।
সংস্থা আরো বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে কাঠের জাহাজের একেবারে তলদেশ থেকে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রতিবছর লিবিয়া ও তিউনিশিয়া থেকে হাজার হাজার লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। এদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপদজনক এই রুটে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,২৩৬ জন প্রাণ হারিয়েছে। গত বছর একইসময়ে মারা গিয়েছিল ৮৫৮ জন। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.