চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা পেতে প্রায় ৮ লাখ মানুষের আবেদন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা পেতে ৭ লাখ ৮০ হাজার ৩০৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৮৫ জনকে ১ম ডোজ করোনার টিকা দেয়া হয়েছে এবং ২য় ডোজ সম্পন্ন করেছেন ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ জন।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। সিভিল সার্জন ডা. জাহিদ বিটিসি নিউজকে জানান, জেলার মানুষ করোনার পরীক্ষার জন্য নমুনা কম দিচ্ছে। ফলে গত অক্টোবর মাসে ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
জেলায় মোট ৩৮ হাজার ১৫২ জনের নমুনা পরিক্ষা করা হয়। এদের মধ্যে ৫ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় মাত্র ৩০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়।
তাদের মধ্যে ৩ জন চিনা নাগরিকদের করোনার নমুনা পরীক্ষা করতে দেয়া আছে। বর্তমানে জেলা সদরের ৩জন করোনা রোগী আছেন। তারা সকলেই সুস্থ আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.