লালমনিরহাটে ২০ গ্রাম স্বেচ্ছায় লকডাউন করলো এলাকাবাসী 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাঁচটি উপজেলার অন্তর্গত ২০ টি গ্রাম করোন ভাইরাস ছড়িয়ে না পড়ার জন্য স্বেচ্ছায় লকডাউনের পক্ষ বেছে নিয়েছে স্থানীয়রা।
এই স্ব-লকডাউনের সময় কেউ গ্রাম ছেড়ে যেতে বা প্রবেশ করতে পারবে না, এমনটি জানিয়েছে গ্রামবাসী।
লকডাউনের সময়কালে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গ্রামবাসীরা প্রতিটি গ্রামে একটি স্বেচ্ছাসেবক কমিটিও করেছেন।
গ্রামবাসীরা সমস্ত প্রবেশের জায়গায় বাঁশের ব্যারিকেড রেখে তাদের গ্রামগুলিকে তালাবদ্ধ করে রেখেছে।
পাছিম বড়ুয়া গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার রায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তারা সমস্ত গ্রামবাসীর সাথে কথা বলে এবং তাদের জনগণের বৃহত্তর স্বার্থকে বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় লকডাউন বেছে নিয়েছে।
 শাতিরপাড় গ্রামের বাসিন্দা আবদুল খালেক বলেন, এই লকডাউনের সময় প্রত্যেকে একে অপরের প্রয়োজনে এগিয়ে আসছেন।
স্ব-লকডাউন করা গ্রামগুলি হলো – মন্দিরাপাড়া, মদনেরচক, শিবরাম, আমবাড়ি, ফোলিমারী, শোটিবাড়ি, চাপড়ল, চাকলারহাট, পারশুরামপাড়া, টংভাঙ্গা, নওদাবাশ, বারোখাটা, শফিরহাট, কোটালী, শীরামপুর, ঝোড়া এবং সরকারেরহাট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.