লালমনিরহাটে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধিঃ  ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ জেলা শাখা ও অঙ্গ সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী পালন করেছে ।
কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ।
সকাল ৯.৩০ মিনিটে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে শোক র‌্যালি শুরু হয়ে আল-নাহিয়ান শিশু পরিবার হয়ে জেলা পরিষদ মিলনায়তনে সমাপ্তি।
আল-নাহিয়ান শিশু পরিবারের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ। জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান- এর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও কৃতির উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস.এম রশিদুল হক, সিভিল সার্জন ডাঃ কাসেম আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সফুরা বেগম রুমি প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.