সাদুল্যাপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধিঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ বৃহস্পতিবার গাইবান্ধার সাদুল্যাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিরগুলির মধ্যে ছিল কোরখানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোক চিত্র প্রদর্শনী।
শোক র‌্যালী শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফতাবুজামান ইমরান, সাদুল্যাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, ওসি আরশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেছের আলী, প্রভাষক এবিএম হান্নান পিন্টু প্রমূখ।
অপরদিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচীর মধ্যে দিয়ে শোক দিবসটি পালন করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.