লালপুরে চিনিকলে আখ মাড়াই শুরু দাবিতে চাষিদের পথ সভা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আগামী ১৮ই নভেম্বর থেকে আখ মাড়াই মৌসুম শুরু করার দাবিতে পথ সভা করেছে আখ চাষিরা।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুগার মিল গেটে উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন, অতিলম্বে চিনিকলে আখ মাড়াই শুরু না হলে আখচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আখের জমি ফাঁকা না হলে রবিশস্য আবাদ করতে পারবে না। তাই আগামী ১৮ নভেম্বরের মধ্যে চিনিকলে আখ মাড়াই শুরু না হলে চাষিরা পাওয়ার ক্রাশারে মাড়াই করবে। তখন চিনিকলের কর্মকর্তারা গ্রামে গ্রামে ঘুরবেন না। তখন আখ মাড়াইয়ে বাঁধা দেয়ার চেষ্ঠা করলে প্রতিহত করার ঘোষনা দেন তিনি।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, সহ-সভাপতি মতিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রব, উপজেলা ওয়াকার্স পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.