লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ ভ্যান উল্টে নিহত-২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে লেগে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন: পিকআপ ভ্যানচালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজ (৩৫)। নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে এবং সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইট নিয়ে পিকআপ ভ্যানটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। কিন্তু ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের চালক নুরনবী ঘটনাস্থলেই মারা যান। শ্রমিক সিরাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পর পরই মারা যান। তাঁর মরদেহ মর্গে রয়েছে।’
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা আহমেদ তুহিন বলেন, ‘নিহত দুজন আমাদের এলাকার বাসিন্দা। দুজনেরই সন্তান রয়েছে। তাঁরা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তাঁদের মৃত্যু দুঃখজনক।’
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন বিটিসি নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহত দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.