রৌদ্র

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় (কলকাতা থেকে): সম্পর্কের ভিতর একটা ছায়ার শরীর ক্রমশ আমাদের বোধের দিকে ধাবিত হয়। কিছুভ্রম নড়ে ওঠে। শাখা প্রশাখা ছড়িয়ে বসত গড়তে চায়, উপলব্ধির তলানিতে।
ভ্রম শ্বাস নিলে, দূরত্বে ঠেলে দেয়। দুজনের মধ্যেকার শূণ্যতায়, আক্রান্ত হয় সম্পর্ক। তুমি বিশ্বাসের পর্বতে উঠে দাঁড়াও, ভ্রম কিছুতে ই পেরতে পাড়বে না সেই উচ্চতা।
ভালোবাসার তীব্রতা বেড়ি হয়ে ওঠার আগে আলগা করতে হয় বাঁধনের গিঁট। পুরুষরা আলো চায়, তুমি উৎস হয়ে ওঠ। যাতে বার বার তাকে, তোমার কাছ থেকে রৌদ্র ধার করতে হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.