উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে জাল ও ছাগল বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে উপকরন ও জাল বিতরন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, জননেতা কমরেড রাশেদ খাঁন মেনন।
শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাশেদ খাঁন মেনন।
বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ ইউছুব হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের শ্রেনী পেশার মানুষ।
এ সময় ২০ টি পরিবারের মাঝে ছাগলের ঘর সহ ৪০টি ছাগল ও প্রতি গ্রুপে ৫ জন করে মোট ৪০ জনের মাঝে বৈধ জাল বিতরণ করেন। এর পুর্বে উজিরপুর হাসপাতাল পরিদর্শন করেন প্রধান অতিথি।
বেলা সাড়ে ১১ টায় উজিরপুর পৌরসভায় আলোচনা সভা করেন কমরেড রাশেদ খাঁন মেনন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.