পারদ

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় (কলকাতা থেকে): কিছু অভিমান বরফ হয়েই থাকা ভালো। আজকাল ভ্রমে কিংবা সজ্ঞানে তুমি নিরুত্তর, ভাবলেশহীন ছবি হয়ে থাকো। আমার পন্ঞ্চ ইন্দ্রিয়ের চাবুক রক্তাক্ত করতে থাকে হৃদয়ের পরিখাকে।

ঘুমরে অছিলায় চোখ বুজে থাকা, স্মৃতি ভর করে হেঁটে যাওয়া সেই আলপথ ধরে, যেখানে জমে থাকা অতীতের আবেগ এক একটা মাইল স্টোন হয়ে আজও বেঁচে আছে।

চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অন্ধকারে কালো হতে থাকে বালিশ, বিছানা, ঘর,পৃথি বী। আমি সেই কালো অন্ধকারে যন্ত্রণাগুলোকে পারদ হয়ে জ্বলতে দেখেছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.