রোহিতই থাকছেন ভারতের ওয়ানডে-টেস্ট অধিনায়ক

বিটিসি স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষ দিকে হবে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। আর এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এসব আসরে কার কাঁধে থাকছে ভারতীয় দলের অধিনায়কত্ব, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এ নিয়ে রিভিউ মিটিংয়ে বসেছিল বিসিসিআই।
তবে এসব জল্পনা-কল্পনার সংশয় কেটে গেছে। রোহিত শর্মাই থাকছেন ভারতের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা সাজিয়েছে বিসিসিআই।
বছরের প্রথম দিনই এ নিয়ে ভার্চুয়ালি এক বৈঠকে বসেছিল দেশটির ক্রিকেট বোর্ড। সভায় যোগ দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। ভার্চুয়ালি ছিলেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও রজার বিনি।
বৈঠক শেষে বোর্ডের এক কর্মকর্তা জানান, বৈঠকে টেস্ট এবং ওয়ানডে নেতৃত্ব নিয়ে আলোচনা হয়নি। রোহিতের নেতৃত্ব নিয়েও কোনো আলোচনা হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.