রূপসায় করোনা আক্রান্ত ও লকডাউনকৃত পরিবারের পাশে যুবলীগ নেতা পলাশ

খুলনা ব্যুরো: খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সুমন বিশ্বাসের পরিবার ও তার আশপাশের লকডাউনকৃত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ।
আজ রবিবার (০৭জুন) সকালে এসব পরিবারের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেন। এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। করোনা আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করা উচিত। তাদেরকে কেউ অবহেলা করবেন না, পারল সাহস দিন। এসব পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করুন।
তিনি আরও বলেন, আমাদের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি ও শেখ সোহেল নির্দেশনায় আমি এবং মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ যুবলীগ নেতারা প্রথম থেকেই করোনা আক্রান্তদের পাশে রয়েছি, আগামীতেও থাকবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.