রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ৪৬টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। এদিকে রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ২০০ নেপালির মধ্যে ১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ৪৬টি ড্রোনের মধ্যে ৩২টি ভূপাতিত করা হয়েছে।  বাকি ড্রোনগুলোর বেশির ভাগ রণক্ষেত্রের কাছাকাছি এলাকায় আটকে যায়। দক্ষিণাঞ্চলীয় খেরসনে এই হামলা হয়। ইউক্রেনের ওডেসা অঞ্চলে গভর্নর বলেন, একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ পতিত হয়ে ৩৫ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন।
গভর্নর ওলেহ কিপার বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকা অন্য এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ১৭ বছরের এক কিশোরসহ আরো চার ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে সামরিক বাহিনী। প্রায় দুই বছর পুরোনো যুদ্ধের বিভিন্ন সময় রণক্ষেত্র থেকে দূরবর্তী আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। পৃথক ঘটনায় ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খেরসনে গোলাবর্ষণে এক জন নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন। শুধু তাই না, সাত জন নেপালি নিহত হয়েছেন বলে দাবি করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.