রা.বি.’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা আসছেন

প্রেস বিজ্ঞপ্তি: আগামী শনিবার ১৩ পৌষ ১৪২৬ (২৮ ডিসেম্বর ২০১৯)  সকালে বাংলাদেশের বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও ঢা.বি.’র নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন রেজওয়ানা চৌধুরী বন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন।
ঐদিন সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪২৬’ অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন ।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন  বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিপুল কুমার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্বািবদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার
সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
সন্ধ্যা ৬টায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হবে। সন্ধ্যা ৭টায় বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা  ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিপুল কুমার সঙ্গীত পরিবেশন করবেন। শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর মো. হাসিবুল আলম প্রধান সকলকে সবান্ধব অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
সংবাদ প্রেরক:
প্রফেসর  মো. হাসিবুল আলম প্রধান
পরিচালক (ভারপ্রাপ্ত)
শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.