রাসিক মেয়রের সাথে আরআরইউ নব-নির্বাচিত প্রতিনিধি দলের মতবিনিময়


সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আর.আর.ইউ) নবনির্বাচিত নির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। আর.আর.ইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ মেয়র লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, ফায়সাল হোসেন, কোরবান আলী শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মেয়র লিটন সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনার সঠিক তথ্য তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এতে উভয়পক্ষই পরষ্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়। এরপর চলতি বছরের ১ সেপ্টেম্বর রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক: মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক, আর.আর.ইউ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.