রাশিয়া থেকে ডিএপি সার আনতে চায় বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া থেকে ডিএপি সার আনতে চায় বাংলাদেশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম সার আনতে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়। এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘রাশিয়া থেকে আমরা পটাশিয়াম আমদানি করে থাকি। এ বিষয়ে দুদেশের মধ্যে একটি এমওইউ বিদ্যমান রয়েছে, এটিকে নবায়ন করা হবে। একইসঙ্গে রাশিয়া থেকে আমরা ডিএপি সার আনতে চাই। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হবে শিগগিরই।’
রাশিয়ায় পুনরায় আলু রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আলু রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে বাংলাদেশ থেকে রাশিয়ায় অনেক আলু রফতানি হতো। সম্প্রতি রাশিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পুনরায় আলু রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছরই রফতানি শুরু হবে।’
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি বলেন, ‘বাংলাদেশের আম ও ফুলকপি অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের। রাশিয়ায় এগুলো রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে।’ আম ও ফুলকপি দ্রুত রাশিয়ায় নিতে চান বলেও জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। স্বাধীনতা সংগ্রামের শুরু থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.