রাশিয়ার লক্ষ্য অর্জিত হলে ইউক্রেনে শান্তি আসবে : পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার লক্ষ্য অর্জিত হওয়ার পর ইউক্রেনে শান্তি আসবে এবং দেশটিতে মস্কোর লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলন শুরু করেন পুতিন। তিনি বলেছেন, সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। সার্বভৌমত্ব ছাড়া পুরো দেশের অস্তিত্ব থাকে না।
সংবাদ সম্মেলনে ইউক্রেনে শান্তি কখন আসবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করলে শান্তি আসবে। আমাদের লক্ষ্য পাল্টায়নি। ইউক্রেনকে নাৎসিমুক্তকরণ এবং নিরস্ত্রীকরণ।
নতুন করে সেনা সমাবেশ করা হবে কি না জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমাদের কেন সেনা সমাবেশ করা লাগবে? এখন তেমন কিছুর প্রয়োজন নাই।
পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সামরিক সহযোগিতা কমে আসছে এবং শিগগিরই দেশটি রাশিয়াকে মোকাবিলায় বিদেশি অস্ত্রের ঘাটতিতে পড়বে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.