গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু : জাতিসংঘ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা সাম্প্রতিক সংঘাতে দেখা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেম। এই সংখ্যা ৭০ শতাংশর বেশি। নারীদের প্রতি সহিংসতার বিষয়ে আল জাজিরাকে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, গাজায় যারা কাজ করছে তাদের দুর্ভোগ ও ভয়াবহতার মাত্রা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নরকের মধ্যে যদি কোনো ফিলিস্তিনি নারী বা শিশু থাকে তার মানে হলো মানবতা, মর্যাদা, নিরাপত্তাসহ যেকোনো কিছু থেকে তাদের বঞ্চিত রাখা। এই শাস্তি সাধারণত শান্তি বা সংঘাতের সময় নারী বা শিশুদেরকে দেওয়া হয়।
গাজায় মাত্র দুই মাসে ১৬ হজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১১৫টি শিশু। আর শিশুদের জন্য এই সংঘাত সবথেকে বেশি মারাত্মক। ৭ অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.