রামেকে করোনায় মারা যাওয়া দুই ব্যক্তি’র লাশ নিতে স্বজনরা আসেনি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির লাশ নিতে আসেনি স্বজনরা। তাদের একজন মারা যান আজ রবিবার (০৫ জুলাই) সকাল ১০টার দিকে। অপরজন মারা গেছেন গতকাল শনিবার মধ্যরাতে।

মৃত ব্যক্তিরা হলেন: রাজশাহীর চারঘাটের মোয়াজ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫) এবং নওগাঁর পত্নীতলা উপজেলার জামগ্রামের আজাদ আলী (৩০)।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মেহেদি হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘চারঘাটের হাবিবুরের লাশের ওয়ারিশ পাওয়া যায়। এরপর আমাদের টিম দাফনের জন্য চারঘাট নিয়ে যায়। কিন্তু নওগাঁর পত্নীতলার আজাদের লাশটির ওয়ারিশ পাওয়া যায়নি। রামেক হাসপাতালের মর্গে তার লাশটি রাখা আছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.