রাবিতে পরিসংখ্যান বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স ডিসেম্বরে

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘ডাটা সায়েন্স এন্ড এসডিজি’স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আজ বৃহস্পতিবার (৪জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো আইয়ুব আলী। আন্তর্জাতিক কনফারেন্সটি আগামী ১৮-১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

রাবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহাননের সভাপতিত্বে কনফারেন্সের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর। সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের অধ্যাপক তাপিও নাম্মি। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ৭ টি দেশের মোট ৪০ জনের বেশি বক্তা কনফারেন্সে বক্তব্য রাখবেন।

রেজিষ্ট্রেশন সহ কনফারেন্স সম্পর্কিত সকল তথ্য www.ru.ac.bd/stat/conference-2019 ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, পরিসংখ্যান বিভাগ ১৯৯৪ সাল থেকে প্রতি তিন বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.