রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় ঘন্টাব্যাপী বিভিন্ন স্নোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রীরা। এসময় রাস্তায় সাময়িক যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তায় দেখতে পেলেও বিদ্যালয় বা রাস্তায় কোন শিক্ষকের দেখা মেলেনি। এব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীকে একাধীকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
বিক্ষোভকারী ছাত্রীরা আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, হেড স্যার মৌলভী স্যারের প্রতি দীর্ঘদিন ধরে অমানবিক আচরণ করছেন। আমরা মৌলভী স্যারের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষোভে নেমেছি। মৌলভী স্যার একজন ভাল মনের স্যার।
তিনি কোনদিন ক্লাস ফাঁকি দেন না। মৌলভী স্যারের বরখাস্তের আদেশ প্রত্যাহার না হলে আমরা ক্লাস বর্জন করব। প্রয়োজনে আমাদের অভিভাবকদের নিয়ে অন্যায়ের প্রতিবাদ করব। মৌলভী শিক্ষক মোবাইল ফোনে কান্নাস্বরে বলেন, প্রধান শিক্ষকের স্বাক্ষরীত বরখাস্তের আদেশ হাতে পেয়েছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.