রাত পোহালেই পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভার নির্বাচন

কলকাতা (ভারত) প্রতিনিধি: ইতিমধ্যেই সব দল প্রচার শেষে নির্বাচন সম্পন্ন করার জন্য যে যার মত করে সমীকরণ তৈরি করছে। এই আবহে রাজ্যের বিজেপি সহ বিরোধীদলগুলো কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়।
মাননীয় প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে জানতে চান যে,গত পৌরসভার ভোটে সত্যিই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার উপযুক্ত প্রমাণসহ দেখাতে।
বিরোধীদের আইনজীবীরা সন্তুষ্টজনক তথ্য পেশ করতে না পারায় বিষয়টি সম্পূর্ণ রাজ্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন।আদালতের এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে মামলা খারিজ করে দেন মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও মাননীয় বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি মুকুল রায়ের সদস্যপদ খারিজ সংক্রান্ত মামলাতেও এদিন ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালতের মাননীয় বিচারপতি এল নাগেশ্বর রাও ও মাননীয় বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.