পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ নিম্নমুখি

কলকাতা (ভারত) প্রতিনিধি: সাম্প্রতিক এক পর্যবেক্ষণে দেখা গেছে পশ্চিমবঙ্গে করোনার বাড়বাড়ন্ত নেই বললেই চলে।এমত অবস্থায় করোনা রুগী ভর্তির টেস্ট অ্যাডমিশন সেল বন্ধ করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
এক পর্যবেক্ষণে দেখা যায় গত এক সপ্তাহে পজিটিভির হার একের নীচে।বিভিন্ন জেলায় দৈনিক সংক্রমণ পঞ্চাশের নিচে নেমে গিয়েছে।
ঝাড়গ্রাম,কালিম্পং,পূর্বমেদনিপুর,পূর্ববর্ধমান ও জলপাইগুড়ি সহ একাধিক জেলায় দৈনিক সংক্রমণ দশের নিচে।
এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য আধিকারিকেরা মনে করছেন করোনা মহামারির আনুষ্ঠানিক সমাপ্তি এখন সময়ের অপেক্ষায়। করোনা রুগি ভর্তির চাপ আর নেই কোনও হাসপাতালে।
নন-কোভিড ইতিমধ্যেই কিছু হাসপাতালে ভর্তি শুরু হয়েছে। কিন্তু ভবিষ্যত প্রয়োজনের কথা মাথায় রেখে কিছু হাসপাতালে চালু আছে কোভিড চিকিৎসা। সেখানেও গেলেই ভর্তি নিয়ে নেওয়া হবে।
পাশাপাশি টিকাকরণ কেন্দ্রগুলোতে চলছে টিকাকরণ। এবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই সাথে চলছে অনূর্ধ্বদের টিকাকরণ। গতকাল এক বিবৃতিতে এখবর জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.