রাণীশংকৈলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: উত্তরের প্রচন্ড শীত আর ঘনকুয়াশা যখন গরীব ,অসহায় ও শীতার্ত মানুষকে প্রচন্ড শৈত্য প্রবাহে শিকল পরিয়ে রেখেছে। খেটে খাওয়া শ্রমজীবি মানুষের কাজের বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

আর এসব শীতার্তদের কথা ভেবে বিবেকের তাড়নায় মানবতার হাত এগিয়ে দিতে একটুও কুন্ঠাবোধ করেনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিবিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই শীতে সহযোগীতা নিয়ে অসহায় মানুষের পাশে আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেল ৩ টায় ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে অফিসার্সক্লাবে শীতার্তদের মাঝে ৩শত কম¦ল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,ওসি আব্দুল মান্নান, সেটেলমেন্ট অফিসার,উপসহকারি কৃষি কর্মকর্তাসহ সাংবাদিকরা।

কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, ‘আমরা শীতার্ত মানুষের কথা ভেবে কর্মকর্তাদের সহযোগীতায় কম্বল বিতরণ করছি’।

ইউএনও মৌসুমী আফরিদা বলেন, ‘ উপজেলা কর্মকর্তাদের এমন একটি মহতি উদ্দ্যোগকে আমি স্বাগত জানাই, আমি মনে করি গরীব শীতার্ত মানুষের মাঝে এই প্রচন্ড শীতে শীতবস্ত্রবিতরণ করতে সমাজের বৃত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ’।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.