রাণীশংকৈলে বিরল প্রজাতির শকুন উদ্ধার

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের ধানক্ষেতের মাঠ থেকে আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে।
ওইদিন সকাল ১০টার দিকে গ্রামবাসিরা ওই মাঠে দাঁড়িয়ে থাকা শকুনটিকে দেখতে পায়। তারা প্রায় আধঘন্টা ধরে শকুনটিকে ধাওয়া করে ধরে রিক্সাভ্যানযোগে উপজেলা চত্বরে নিয়ে আসে।
উপজেলা চত্বরে এসে শকুনটি অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে দলছুট শকুনটি পার্শ্ববর্তী সীমান্ত পার হয়ে অভূক্ত ও ক্লান্ত অবস্থায় ওই মাঠে নেমেছিল।
খবর পেয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন তাৎক্ষণিকভাবে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা বন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
বন কর্মকর্তা শাহজাহান আলী বিটিসি নিউজকে জানান, “শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দেওয়া হয়েছে।ইতোমধ্যে বীরগঞ্জের সিংড়া ফরেস্ট-বীটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।অতি সত্বর শকুনটিকে সংরক্ষণের জন্য সেখানে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.