রাণীশংকৈলে টিকার অনুষ্ঠানিক উদ্বোধণ, টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর দিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ রবিবার (০৭ ফেব্রয়ারী) দুপুরে কোভিড ১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধণের প্রথমদিনে অনুষ্ঠানিক ভাবে মরণভাইরাস করোনা টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান।
দেশ স্বাধীণ করতে যিনি ছিলেন সম্মূখযোদ্ধা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও আ’লীগ সভাপতি সইদুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান।এ কর্মসূচিতে বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলায় প্রথম ধাপে ৭ হাজার ডোজ টিকা পৌঁচেছে। এর মধ্যে প্রথম দফায় ৩৫০০ জনকে টিকা দেয়া হবে। আজ রেজিস্ট্রেশন ভুক্ত অনুযায়ী ১৮২ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধাসহ কয়েকজনকে দিয়ে উদ্ভোধন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.