রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের টিকাকেন্দ্রে কমেছে ভিড়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনার টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেকটাই কমেছে। গত ৭ ফেব্রুয়ারী কর্মসূচি শুরুর পর প্রথম দিন ছাড়া টানা কয়েকদিন মানুষের উপচেপড়া ভিড় দেখা গেলেও গত দুইদিন সে রকম ভিড় দেখা যায়নি। মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যেই টিকা নিচ্ছেন।
রাজশাহী মহানগরের ভেতর মোট তিনটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে শুধু রামেক হাসপাতালেই সাধারণ মানুষ টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন। অন্য দুটি টিকা কেন্দ্র পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত। তবে রামেক হাসপাতালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও টিকা নিচ্ছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বিটিসি নিউজকে জানান, সর্বশেষ গতকাল রোববার রাজশাহী বিভাগে মোট ১৮ হাজার ৯৯৫ জন ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে রাজশাহী জেলায় ২ হাজার ৮১১ জন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৯৯০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯০৮ জন, নাটোরে ১ হাজার ৯৩০ জন, নওগাঁয় ৩ হাজার ১৯৪ জন, পাবনায় ২ হাজার ৫৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৫ জন, বগুড়ায় ৩ হাজার ১৪৮ জন এবং জয়পুরহাটে ৯৬০ জন টিকা নিয়েছেন।
গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩৩৩ জন মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। রাজশাহী বিভাগের জন্য ১ লাখ ৮০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.