রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান

আরএমপি প্রতিবেদক:  ২৯/০৫/২০১৯ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “Protecting civilians, protectingpeace” উক্ত অনুষ্ঠানটি অত্র মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারস্থ জিরো পয়েণ্ট মসজিদ সংলগ্ন স্থানে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশা, সংগঠন, স্কাউড দল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল অংশ গ্রহন করে। সাহেব বাজার জিরো পয়েন্ট হতে বর্ণাঢ্য র‌্যালি রাজশাহী কলেজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়।

রাজশাহী কলেজ অডিটরিয়ামে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার, জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ তানভীর হায়দার চৌধুরী, অধ্যক্ষ, রাজশাহী কলেজ জনাব প্রফেসর মহাঃ হাবিবুর রহমান, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন জনাব মোঃ মোজাম্মেল হক এবং র‌্যাবের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিমের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের অতিথিবৃন্দ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর গৌরবগাথা ভুমিকা সহ বিভিন্ন দিক উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিকট সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.