রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আজ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে গতকাল দুপুরে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন ও র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক আলী আসলাম হোসেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক লুৎফর রহমান।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাদকবিরোধী কনসার্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাদকবিরোধী কনসার্টে চিত্রশিল্পী ফেরদৌস, অপুসহ দেশের বরেণ্য শিল্পীরা পারফর্ম করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.