রাজশাহী মহানগরীতে দোলযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। প্রতিবারের মতো এবারও রাজশাহীতে ধর্মীয় রীতি অনুযায়ী উৎসব পালিত হচ্ছে।
জানা গেছে, সনাতন বৈষ্ণবদের উৎসব এই দোলযাত্রা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই দিন বৃন্দাবনে শ্রীরাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। তাই দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এসময় রঙ খেলায় মেতে ওঠেন তারা।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে নগরীতে সনাতন বিদ্যার্থী সংসদের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুদকীপাড়া নদীর ধারে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, নগর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহী শাখার সমন্বয়ক রনি সরকার, নুপুর দাস, সাগর সাহা, রুদ্র ধর, তাপস সরকার, তমাল সিংহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.