রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের হল সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিশ্চিতভাবে কবে হল সম্মেলন হতে পারে সে বিষয়ে জানাতে পারেনি রাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভাপতি কিবরিয়া বলেন, সাময়িকভাবে ছাত্রলীগের হল সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (ভাই) ব্যস্ত থাকার কারণে এই সম্মেলন স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। কবে নাগাদ সময় দিবে জানতে চাইলে তিনি বলেন, তার মুখ থেকে আমরা একটা সময় চেয়েছি। তিনি আওয়ামীগের সম্মেলনের জন্য ৫ ফেব্রুয়ারি ব্যস্ত থাকবেন। তিনি ঢাকা থেকে ফিরে এসে দ্রুত সময় দিবেন।

সর্বশেষ ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর দুই ধাপে ছাত্রদের ১১টি হলের সম্মেলন হয়। পরে বিভিন্ন সময়ে ৯টি হলের কমিটি ঘোষণা করা হয়। বাদ রাখা হয় শের-ই-বাংলা ও শহীদ জিয়াউর রহমান হল শাখার কমিটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.