রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩৪

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩৪জন। গোদাগাড়ী থানায় মোট গ্রেফতার ০৩ জন।

তানোর থানায় মোট গ্রেফতার ০৪ জন। মোহনপুর থানায় মোট গ্রেফতার ০৩ জন। পুঠিয়া থানায় মোট গ্রেফতার ০৩ জন। বাগমারা থানায় মোট গ্রেফতার ০৪ জন।

দূর্গাপুর থানায় ০৮ পিচ ইয়াবা ও ৫০ লিটার চোলাইমদসহ আসামি ১নং মোঃ নাজমুল ইসলাম (২৪), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-তিওরকুড়ি, ২নং মোঃ রুবেল ইসলাম (২৬), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-পাঁচুবাড়ী, ৩নং মোঃ হেলাল উদ্দিন প্রাং (৪১) পিতা-মৃত ইদ্রিস প্রাং, ৪নং মোঃ জালাল মন্ডল (৫২), পিতা-মোঃ সকা মন্ডল, উভয় সাং-সুখানদিঘী পশ্চিমপাড়া, সর্ব থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীগনকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৭ জন।

চারঘাট থানায় ৫২০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ আঃ রহমান (৩০), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-জাগিরপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৩ জন।

বাঘা থানায় ০৫ গ্রাম হেরোইনসহ আসামি ১নং মোঃ লিটন মিয়া (৩০), পিতা-মৃত বজলুর রশিদ, সাং-বনপাড়া বাজার ভাংড়ীপট্টি (২নং ওয়ার্ড), ২নং মোঃ বাবু (৩২), পিতা-মৃত সফের মন্ডল, সাং-কাচুটিয়া মধ্যপাড়া, উভয় থানা-বড়াইগ্রাম জেলা-নাটোরকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৭ জন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.