রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৪০ জন

রাজশাহী জেলা পুলিশগত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৪০ জন। গোদাগাড়ী থানায় ২০ পিচ ইয়াবাসহ আসামি মোঃ বাবু(৩৫), পিতা-মৃত রেজাউল করিম, সাং-কবুতরপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৪ জন। তানোর থানায় মোট গ্রেফতার ০৪ জন।

মোহনপুর থানায় ১০ পিচ ইয়াবাসহ আসামি মোঃ এখলাছুর রহমান(৩৫), পিতা-মোঃ মখলেছুর রহমান, সাং-হরিদাগাছি, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৭ জন। পুঠিয়া থানায় ০২ গ্রাম হেরোইন, ২৪ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজাসহ আসামি ১নং মোঃ হানিফ(৩২), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-জয়নগর কামারপাড়া, থানা-চারঘাট, ২নং মোঃ হেলাল(২১), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-মুক্তারপুর, থানা-চারঘাট, ৩নং মোঃ লুৎফর রহমান(৪৮), পিতা-নুর মোহাম্মদ, সাং-গোবিন্দপাড়া, থানা-পুঠিয়া, সর্ব জেলা-রাজশাহীগণকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৫ জন। বাগমারা থানায় মোট গ্রেফতার ০২ জন।

দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৫ জন। চারঘাট থানায় ১০০ পিচ ইয়াবাসহ আসামি মোঃ এবাদুল সরদার(৩৫), পিতা-মোঃ ইছাহাক সরদার, সাং-টাংগন পূর্বপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৭ জন। বাঘা থানায় ১৫ পিচ ইয়াবাসহ আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত ইয়াদ আলী, সাং-কলিগ্রাম পশ্চিমপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৬ জন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.